আয়কর আইন, ২০২৩ এর ধারা- ১৬৬(১গ) অনুযায়ী ২০২৩-২৪ করবর্ষ থেকে প্রজাতন্ত্রের প্রত্যেক গণকর্মচারীর জন্য রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া, আয়কর আইন, ২০২৩ এর ধারা- ২৬৪(৩.২৭) অনুযায়ী গণকর্মচারীর বেতন-ভাতাদি প্রাপ্তিতে সংশ্লিষ্ট ডিডিও এবং iBAS++ কর্তৃপক্ষের নিকট রিটার্ন দাখিলের প্রমাণক দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। অন্যান্য বছরের ন্যায় ২০২৩-২৪ করবর্ষে আয়কর রিটার্ন দাখিলের সর্বশেষ তারিখ ৩০ নভেম্বর, ২০২৩ বহাল আছে। এমতাবস্থায়, সংস্থায় কর্মরত এবং পিআরএল ভোগরত প্রত্যেক কর্মকর্তা/কর্মচারীকে নির্ধারিত সময়সীমার মধ্যে আয়কর কর্তৃপক্ষের নিকট রিটার্ন দাখিলপূর্বক রিটার্ন দাখিলের প্রমাণক ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখের মধ্যে সংস্থার আঞ্চলিক হিসাব নিয়ন্ত্রক এবং সহকারী হিসাব নিয়ন্ত্রক (ব্য.দা.) এর নিকট দাখিল করার জন্য অনুরোধ করা হলো।
মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন
হিসাব নিয়ন্ত্রক
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস